পাবনার চাটমোহরে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা বেড়েছে। এতে গ্রাহরা আতঙ্কিত হয়ে পড়েছেন। মিটার চুরি ঠেকাতে নানা উপায় অবলম্বন করছেন তারা। লোহার খাঁচা তৈরি করে মিটারের চারপাশে স্থাপন করছেন।
স্থানীয়দের অভিযোগ, মিটার চুরির সময় চোরেরা মোবাইল ফোন নম্বর লিখে রেখে যায়। পরে ওই নম্বরে যোগাযোগ করে চাহিদামতো টাকা দিলেই মিটার ফেরত পাওয়া যায়। ইতোমধ্যে চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মির্জাসহ কয়েক জনের মিটার চুরির পর টাকার বিনিময়ে ফেরত পেয়েছেন। এছাড়াও চাটমোহর পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নানের রাইস মিলের মিটারও একই কায়দায় চুরি হয়। গত এক মাসে কয়েকটি মিটার চুরির ঘটনা ঘটেছে।
এদিকে মিটার চুরি রোধ করতে গ্রাহকরা নানা উপায় অবলম্বন করছেন। লোহার খাঁচা তৈরি করে মিটারের চারপাশে স্থাপন করছেন। কারণ মিটার চুরি হলে টাকা দেওয়ার পাশাপাশি একটি প্রতিষ্ঠান পাঁচ দিন বন্ধ থাকছে। এতে ক্ষতির সম্মুখিন হচ্ছেন গ্রাহকরা।
পাবনা পল্লীবিদ্যুত্ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন জানান, ট্রান্সফরমার, মিটার ও তার চুরি রোধে আমরা সচেতনতামূলক ব্যবস্থা হিসেবে মাইকিং করি, মোটিভেশন করি, উঠান বৈঠক করি। চুরি ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে।
চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। চোর ধরতে পুলিশ কাজ করছে। চুরিরোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।