শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রিয়ালের হারের দিনে বর্ণবৈষ্যমের শিকার ভিনিসিয়াস 

আপডেট : ২২ মে ২০২৩, ১৬:৩৫

লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। তবে হারকে ছাপিয়ে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ম্যাচকে কলঙ্কিত করেছে। রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র শিকার হয়েছেন বর্ণবৈষ্যমের।

রোববার (২১ মে) ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড দিয়েগো লোপেজ লিড এনে দেন ভ্যালেন্সিয়াকে। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বাগতিক সমর্থকদের তিরষ্কারের শিকার হয়েছেন ভিনিসিয়াস। ভ্যালেন্সিয়ার সমর্থকদের কাছে বৈষ্যমের শিকার হওয়ায় বেশ কয়েকবার ম্যাচ বন্ধ ছিল। 

গোলবারের পিছনে গিয়ে সমর্থকদের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এসময় তার পাশে এসে দাঁড়িয়েছেন সতীর্থ এডার মিলিটাও। ১০ মিনিট পর খেলা যখন পুনরায় শুরু হয়। তার আগে রেফারি রিকার্ডে ডি বারগোস বেনগয়েস্কা স্টেডিয়ামের কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন বর্ণবাদী মন্তব্য বন্ধ করার জন্য মাইকে ঘোষণা দিতে। বদলি ফরোয়ার্ড হুগো ডুরোকে ম্যাচের শেষ ভাগে বাজেভাবে ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিয়াসকে।

শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা। এমন ঘটনা প্রসঙ্গে ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমি আজ ফুটবল নিয়ে কোন কথা বলবো না, এখানে যা হয়েছে তা নিয়ে কথা বলতে চাই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্টেডিয়ামের বেশিরভাগ অংশ থেকেই একজন খেলোয়াড়কে আক্রমণ করা হয়েছে। আর তখন কোচের মনে আসে ঐ খেলোয়াড়কে মাঠ থেকে উঠিয়ে নেওয়া উচিত। লিগে এই ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক।’

ক্লাবের পক্ষ থেকে ভিনিসিয়াসের কাছে ক্ষমা চেয়েছেন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার জাস্টিন ক্লুইভার্ট। এসময় তিনি বলেন, ‘ভ্যালেন্সিয়ার সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। কারণ এটা ফুটবল নয়, বিষয়টা সত্যিই খুব খারাপ হয়েছে।’

 

ইত্তেফাক/জেডএইচ