ঝালকাঠির নলছিটিতে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। নিহত শিশুর নাম মোনায়েম হাওলাদার (২), তার বাবার নাম মোস্তফা হাওলাদার। বাড়ি ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর গ্রামে।
জানা গেছে, উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে শিশু মোনায়েম হাওলাদার তার মায়ের সঙ্গে মামা বাড়ি বেড়াতে আসে। রোববার (২১ মে) বিকাল থেকে তাকে কোথাও খুঁজে না পেয়ে একপর্যায়ে তার স্বজনরা বাড়ির পেছনের ডোবার ভেতর থেকে রাতে লাশ উদ্ধার করে। এ সময় তার চোখ ও নাক থেকে রক্ত পড়ছিল বলে তারা জানান।
বাসিন্দা জলিল মৃধা জানান, শিশুর মা সালমা বেগম ও তার খালা নিজেদের পুকুরে গোসল করতে আসেন। সেই সময় শিশু মোনায়েম হাওলাদার তাদের পেছনে পেছনে পুকুর পাড়ে চলে আসেন। তার মা আবার বাড়ির ভেতরে চলে গেলে সেই ফাঁকে সে অন্য কোথাও চলে যায়। যেটা তার মা এবং খালা তাৎক্ষণিক খেয়াল করেননি। পরে খোঁজাখুঁজির পর লাশ পাওয়া যায়।
নিহত শিশুর বাবা মোস্তফা হাওলাদার বলেন, আমার শ্বশুরের কোনো ছেলে সন্তান না থাকায় জমিজমা নিয়ে তাদের প্রতিবেশী আলী আকব্বরদের সঙ্গে বিবাদ ছিল। তারাই আমার ছেলে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। তার লাশ দেখে মনে হচ্ছে না সে পানিতে পড়ে মারা গেছে। আমরা এ হত্যার ঘটনায় আইনগত পদক্ষেপ নেবো।
এ ব্যাপারে আলী আকব্বর জানান, তাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। কিন্তু শিশু নিহতের ঘটনায় আমার পরিবারের কেউ জড়িত নয়। আমাদের জানা মতে, সে পানিতে ডুবে মারা গেছে। যদি এটা হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে আমরাও এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করছি।
নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।