পদ্মকে বলা হয় ফুলের রানি। প্রকৃতিতে নিজের রূপ বৈচিত্র্য অকাতরে বিলিয়ে দিতে পুকুর, জলাভূমি ও বিলে-ঝিলে ফুটে থাকে জলজ ফুলের রানি পদ্ম। রাজধানীর রমনার কালী মন্দিরের পুকুরে এমনি দেখা মিলবে ফুটে থাকা সাদা পদ্ম ফুলের। ছবিগুলো সোমবার (২২ মে) তোলা। ছবি: ফোকাস বাংলা