মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

একাত্তরের গণহত্যা

তদন্ত মিশনের নেতৃত্ব দেবেন ডাচ রাজনীতিবিদ

আপডেট : ২৩ মে ২০২৩, ১১:৫৪

১৯৭১ সালের গণহত্যার তদন্তে ইউরোপীয় প্রতিনিধিদল ২০ থেকে ২৬ মে বাংলাদেশে কাজ করবে। এর নেতৃত্বে আছেন নেদারল্যান্ডসের সাবেক সংসদ সদস্য হ্যারি ভ্যান বোমেল। ডেভডিসকোর্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের (ইবিএফ) উদ্যোগে চলমান এই গণহত্যা তদন্ত মিশনে উপস্থিত ছিলেন জেনোসাইড বিজ্ঞানী অ্যান্থনি হলশ্ল্যাগ (ভিইউ), রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, ব্রিটিশ ইবিএফ চেয়ারম্যান আনসার আহমেদ উল্লাহ ও ডাচ ইবিএফ চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়ুয়া।

 ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা সম্পর্কে প্রত্যক্ষ তথ্য সংগ্রহের লক্ষ্যে এই মিশন পরিচালিত হচ্ছে। 

১৯৭১ সালের গণহত্যার তদন্তে ইউরোপীয় প্রতিনিধিদল ২০ থেকে ২৬ মে বাংলাদেশে কাজ করবে।

ইবিএফ প্রতিনিধিদল বাংলাদেশের ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, গণহত্যা গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, প্রতিনিধি দলের সদস্যরা রাজধানী ঢাকা ও দ্বিতীয় প্রধান শহর চট্টগ্রামের আশেপাশের বিভিন্ন গণহত্যাস্থল ও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন।

ইত্তেফাক/ডিএস