শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত শহীদ আফ্রিদির নয়’

আপডেট : ২৩ মে ২০২৩, ১১:১৯

আসন্ন এশিয়া কাপ মাঠে গড়ানোর সময় যত গড়াচ্ছে এ নিয়ে তত নাটকীয় তা বাড়ছে। এতদিন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআই আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে খেলতে যাওয়া আসা নিয়ে চলছিলো বাকবিতণ্ডা। 

এমন পরিস্থিতি থেকে কিছুটা বিরক্ত হয়েই কয়েক দিন আগে ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এ সময় তিনি পিসিবি প্রধানকে উদ্দেশ্য করে বলেন, ভারত এশিয়া কাপ খেলতে না আসলেও পাকিস্তানের বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত।

তবে আফ্রিদির এমন মন্তব্য ভালো লাগেনি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির। তাই তো স্পষ্ট ভাষায় আফ্রিদির সেই মন্তব্যের জবাব দিয়ে শেঠি জানান, বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত আফ্রিদির নয়। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘বিশ্বকাপে  যাওয়ার সিদ্ধান্ত না শহীদ আফ্রিদি নেবে, না জয় শাহ বা আমি নেব। এই সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে তাদের সরকার ও পাকিস্তানের পক্ষ থেকে আমাদের সরকার নেবে। যদি পাকিস্তান সরকার আমাদের বলে যে, আমরা ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতে পারবে, তাহলে আমরা অবশ্যই যাব।’

ইত্তেফাক/এসএস