শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এবার লেখক আদর, লেখকের স্ত্রী অধরা

আপডেট : ২৩ মে ২০২৩, ১৯:১৪

লোকাল চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসার আলোতে রয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। ঈদের সিনেমার রেশ না কাটতেই নতুন খবর দিলেন এই অভিনেতা। এবার তাঁকে দেখকা যাবে লেখক চরিত্রে। এই ছবিতে লেখকের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অধরা খান। সিনেমার নাম ‘রাইটার’।

আগামী ২ জুন আসছে ‘সুলতানপুর।’ যেখানে অভিনয় করেছেন অধরা খান। ঠিক সুলতানপুরের উত্তেজনার মাঝেই নতুন খবরের শুধু অংশই হলেন না, রীতিমতো লাইট ক্যামেরা অ্যাকশনের নিচে সময় কাটছে- এখবরও জানালেন।

সম্প্রতি ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে ‘রাইটার’ সিনেমার শুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন অপূর্ব রানা। একজন লেখকের তার নিজস্ব দুই জগত সমান্তরালভাবে উঠে আসবে এই গল্পে। লেখালেখির জনপ্রিয়তা, তাড়না ও লেখকের ব্যাক্তি জীবনে নিবিরভাবে উঠে আসবে পর্দায়- এমনটাই জানা গেল।

অধরা খান। ছবি: সংগৃহীত

অধরা খান বলেন, সিনেমায় আমার চরিত্রের নাম সিসিলি। এখানে আদর একজন লেখক, আমি তাঁর স্ত্রী চরিত্রে অভিনয় করছি। সিনেমায় লেখকের বাইরের সত্তার বাইরের যে একতি নিভৃত ব্যক্তিজীবন রয়েছে, সেই ব্যক্তিজীবনের সংখ্য দরজা রয়েছে; রয়েছে সুখ দুঃখ, ব্যথা বেদনা এসবই উঠে আসবে। আর ব্যক্তিজীবনের অন্যতম সঙ্গী তাঁর স্ত্রী। স্বাভাবিকবে এসব সমীকরণ বিশ্লেষিত হবে।

এই সিনেমায় আরো অভিনয় করেছেন শিরিন শিলা, ডেভিড আজাদ, তনিমা, জয়রাজ, শিবা শানু প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ