মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাদারীপুরে অবৈধ ও কাগজপত্র বিহীন যানবাহন জব্দ, দেয়া হচ্ছে মামলা  

আপডেট : ২৪ মে ২০২৩, ০২:০৬

মাদারীপুর জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল, নসিমন, মাহিদ্র ট্রাক্টর, থ্রি হুইলারের বৈধ কাগজপত্র না থাকায় মামলা দেয়া হচ্ছে। পাশাপাশি বেশ কিছু যানবাহন জব্দ করে কালকিনি থানা হেফাজতে রাখা হয়েছে। জেলায় অবৈধ যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম (বার) পিপিএম এর নির্দেশনায় স্থানীয় ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত এ বিশেষ অভিযান পরিচালনা করছে। 

অভিযানের বিষয়ে মাদারীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শওকত হোসেন বলেন,”মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম স্যারের নির্দেশনায় জেলায় অবৈধ যানবাহন চলাচল বন্ধের লক্ষ্যে ট্রাফিক পুলিশের অভিযান চলমান রয়েছে। ট্রাফিক পুলিশের জনবল কম থাকায় প্রতিদিন এক এলাকায় অভিযান পরিচালনা সম্ভব নয়। তবে যখন যে এলাকায় অবৈধ যানবাহন চলাচল বেড়ে যায়, তখন সে এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। এরই ধারাবাহিকতায় সকাল হতে দিনব্যাপী কালকিনি উপজেলার থানার মোড়, ভুরঘাটা বাসস্ট্যান্ড, রমজানপুর, সাহেবরামপুর সহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, আটককৃত অবৈধ ও কাগজপত্র বিহীন যানবাহন গুলো কালকিনি থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান, এসআই মো. নাসিরুদ্দিন, সার্জেন্ট আসিবসহ ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

ইত্তেফাক/ইআ