সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামে মঙ্গলবার (২৩ মে) বিকেলে বজ্রপাতে পরিমল মালো (৪৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ধামাইনগর গ্রামের অমল মালোর ছেলে।
এ বিষয়ে রূপবাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মুকুল ব্যাপারী বলেন, রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের একদল আদিবাসি ধানকাটা শ্রমিক বিন্নাদাইর গ্রামের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে কুড়ে তুলে অস্থায়ী ভাবে বাস করে ও ওই এলাকায় ধানকাটা শ্রমিকের কাজ করে। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে মাঠ থেকে ধানের বোঝা নিয়ে মালিকের বাড়ি পৌঁছে দিয়ে পুকুরে গোসল করতে যাওয়ার সময় বজ্রপাতে তিনি মারা যান।
মৃতের শ্যালোক ভূপেন্দ্রনাথ মালো বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিমলের লাশ উদ্ধার করে সৎকারের ব্যবস্থা করি।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। এরপর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।