বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন জ্যাকলিন

আপডেট : ২৪ মে ২০২৩, ১৯:৪৩

সুকেশ চন্দ্রশেখর সম্পর্কিত আর্থিক দুর্নীতির মামলায় গত কয়েকমাস ধরেই চর্চায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকা আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে মামলায় জ্যাকলিনের নামটিও জড়িয়েছে। যদিও আপাতত জামিনে মুক্ত রয়েছেন অভিনেত্রী। তবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এতদিন নিষেধাজ্ঞার পর আগামী ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৩ মে) বিচারক শৈলেন্দ্র মালিক জ্যাকলিন ফার্নান্দেজকে আইফা পুরস্কারে যোগ দিতে আবুধাবি যাওয়ার অনুমতি দেন।


 
জানা যায়, সেখান থেকেই সোজা ইতালির মিলানে উড়ে যাবেন জ্যাকুলিন। ২৮-১২ জুন পর্যন্ত শুটিংয়ের কাজে মিলানে থাকতে হবে অভিনেত্রীকে। তার আবেদন মঞ্জুর করেছে কোর্ট।

সুকেশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কম বিতর্কে জড়াননি নায়িকা। জেল থেকে এখনও জ্যাকুলিনকে লাভ লেটার লিখে চলেছেন সুকেশ। লস অ্যাঞ্জেলস ইটালিয়াতে ‘টেল ইট লাইক উওম্যান’ ছবির জন্য পুরস্কৃত হন এই শ্রীলঙ্কান সুন্দরী।

ইত্তেফাক/পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন