সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কোন ধর্ম মানবে প্রিয়াঙ্কার মেয়ে, জানালেন নিক জোনাস

আপডেট : ২৪ মে ২০২৩, ১৭:৩৪

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান গায়ক নিক জোনাস তারকা দম্পতির মেয়ে মালতী মেরি । নিজের পায়ে এখনও দাঁড়াতে শেখেনি সে। তার বয়স হয়েছে এক বছর। এর মধ্যেই প্রশ্ন উঠেছে মেয়ে মালতীর ধর্ম কী হতে চলেছে?

সেই প্রসঙ্গে মুখ খুললেন বাবা নিক জোনাস। প্রিয়াঙ্কা হিন্দু ও নিক খ্রিস্টান। তাদের বিয়েটাও হয়েছিল দুই ধর্মের রীতি মেনেই। তাহলে মেয়ে কার ধর্ম মানবে, বাবার না মায়ের!

নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া ও তাদের মেয়ে মালতী মেরি। ছবি: সংগৃহীত

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার একটি সংবাদ প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর স্বামী নিক বলেন, ‘আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক গভীর। ঈশ্বরের রূপ এক নয়, বহুরূপে বিদ্যমান। আমি একজন হিন্দু নারীকে বিয়ে করেছি। তারপর আমি সেই ধর্ম এবং তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে অনেক কিছু জেনেছি, যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমাদের সন্তানকে বাইবেলের শিক্ষা যেমন দিব, তেমনই হিন্দু ধর্মের পাঠও দিব।’

২০১৮ সালে রাজস্থানের রাজকীয় ভবনে ধুমধাম করে বিয়ে সেরেছিলেন নিক-প্রিয়াঙ্কা। ২০২১ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে বাবা-মা হন এই দম্পতি। মেয়ে মালতী ও স্বামীকে নিয়ে লস এঞ্জেলসে সংসার পেতেছেন অভিনেত্রী।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন