সমাজের বিভিন্ন পর্যায়ের সফল নারীদের নিয়ে নারীদের কাউন্সিল বিষয়ক প্ল্যাটফর্ম আর্টিস্টিক উইমেন এর আয়োজনে অনুষ্ঠিত হলো 'স্টেয়ারস টু ক্রিয়েট আাইডেন্টিটি' শীর্ষক সেমিনার।
শনিবার (২০ মে) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর গ্যালারিতে আয়োজন করা হয় এই সেমিনারের।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন, নাসিমা আক্তার নিশা, সভাপতি উমেন এন্ড ই কমার্স (উই), ড. সুষমা রেজা, এম.ডি, এফ.ই.সি.এস.এম, লায়লা নাজনিন, এইচ.আর এবং অ্যাডমিনের প্রধান, স্টার সিনেপ্লেক্স, মারিয়ম জাভেদ, কন্সালটেন্ট,উমেন এন্ড ই কমার্স (উই) এবং পরিচালক বিজনেস ডেভেলপমেন্ট, কে.আইডি.ডি লেদার ইন্ডাস্ট্রিজ, মৌসুমি মৌ, নির্বাহী সভাপতি প্রথম আলো বন্ধুসভা, রওনক আশরাফি প্রেমা,উদ্যোক্তা এবং ফিটনেস এক্সপার্ট। তারা বলেছেন তাদের সফলতার গল্প, যুগিয়েছেন অনুপ্রেরণা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কাছ থেকে জানা যায়, অনেক নারীরাই বিভিন্ন সময়ে ট্রলিং - বুলিং এর শিকার হন। নারীদের মূল প্রতিবন্ধকতাগুলোর মধ্যে একটা হল এই বুলিং। তারা আরও জানান, তাদের সবচাইতে ভালো লাগার জায়গা হলো এই সেমিনারটিতে তাদের নিজেদের উন্নয়নের বিভিন্ন দিক যেমন - ক্যারিয়ার, মানসিক স্বাস্থ্য, বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার তৈরি, নিজেকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্য সচেতনতা, যেকোন বিষয়ের উপস্থাপনা ইত্যাদি এই ব্যাপারগুলোর ওপর কিভাবে কাজ করবে সেই বিষয়ে বিস্তর আলোচনা করা হয়েছে।
আর্টিস্টিক উইমেন এর ফাউন্ডার ঈমানা জ্যোতি বলেন, 'এই সেমিনারটি মূলত সে সকল নারীদের জন্য যারা নিজ নিজ অবস্থানে থেকে নিজের জন্য কিছু করতে চান, তিনি বিশ্বাস করেন প্রত্যেক নারীর মধ্যেই আর্ট রয়েছে যার সাহায্যে কেও খুব সহজে সামনে আগাতে পারেন আবার কেও বিভিন্ন বুলিং ট্রলিং এর ভয়ে সাহস নিয়ে সামনে আগাতে পারেন না। এ সকল নারীকে শুধুমাত্র পাশে থেকে একটু হাতটা ধরে সামনে এগিয়ে নিয়ে গেলেই তারা আকাশ ছুঁতে পারবেন।' এই চিন্তা থেকেই এই অনুষ্ঠানের আয়োজন যেখানে উপস্থিত ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।