বার্সেলোনার সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি ছিল জর্দি আলবার। তবে চলতি মৌসুম শেষে ন্যু ক্যাম্প ছাড়ছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। দুই পক্ষের সম্মতিতেই ক্লাব ছাড়ছেন তিনি। আজ এক ভিডিও বার্তায় শৈশবের ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন আলবা। বার্সেলোনাও এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
শৈশবে বার্সেলোনার একাডেমি লা মাসিয়া দিয়ে কাতালান ক্লাবটির সঙ্গে প্রথমবার সম্পর্কে জড়ান আলবা। এরপর ছেড়ে গেলেও ২০১২ সালে আবার ফিরে আসেন শৈশবের ক্লাবটিতে। এবার মূল দলের অন্যতম কাণ্ডারি হয়ে। সেই পথচলারই ইতি টানছেন চলতি মৌসুম শেষে।
১১ বছরের বার্সেলোনা অধ্যায়ের ইতি টানার ঘোষণায় আলবা বলেছেন, 'আমি ঘোষণা দিচ্ছি যে, এই মৌসুম শেষেই বার্সেলোনা ক্যারিয়ার শেষ হচ্ছে আমার। বার্সার হয়ে এটাই আমার শেষ মৌসুম। সিদ্ধান্তটা সহজ ছিল না। তবে বার্সেলোনা সবসময় থাকবে আমার হৃদয়ে।'
আলবার দুর্দান্ত এই ভ্রমণে দলের প্রতি তার ভালোবাসা ও একত্বতা প্রদর্শনের জন্য বার্সেলোনা কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একইসঙ্গে এই লেফট ব্যাকের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে কাতালান ক্লাবটি।
এক দশকেরও বেশি সময় ধরে বার্সেলোর হয়ে খেলছেন জর্দি আলবা। বার্সার জার্সি গায়ে ৪৫৮ ম্যাচে ১৯ গোল ও ৯১টি অ্যাসিস্ট করেছেন। কাতালানদের হয়ে ১৯ শিরোপা জিতেছেন এই ডিফেন্ডার।