মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্র 

জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে আজ

আপডেট : ২৫ মে ২০২৩, ০০:৫৩

কক্সবাজারে বেসরকারিভাবে উৎপাদিত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আগামী সেপ্টেম্বর হতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। পরীক্ষামূলকভাবে সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

গতকাল বুধবার কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল-পিএমখালী ও চৌফলদণ্ডি ইউনিয়নে নদী তীরবর্তী এলাকায় নির্মিত প্রকল্পটি পরিদর্শনে এসে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। গতকাল বিকালেই এ প্রকল্পের বৈদ্যুতিক লাইন ১৩২ কেভির (১ লাখ ৩২ হাজার ভোল্ট) ঝিলংজা বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রে সংযুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, কক্সবাজারের খুরুশকুলে দেশের প্রথম এবং বৃহত্তম বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে। আগামীকালের (আজ) মধ্যে প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাবে বলে আশা করছি। বায়ু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন সংস্থা ইউএস-ডিকে গ্রিন এনার্জি লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. মুকিত আলম খান বলেন, এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। বৃহস্পতিবার হতে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করে সক্ষমতা পরীক্ষা হবে।

ইত্তেফাক/ইআ