শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাবা হলেন চিত্রনায়ক রোশান

আপডেট : ২৫ মে ২০২৩, ১২:৩৯

আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জিয়াউল রোশান। চলতি মাসের প্রথম সপ্তাহে বিয়ের খবর প্রকাশ্যে আনার পর এবার তিনি বাবা হওয়ার সুখবর জানালেন।  

বুধবার (২৪ মে) রাতে রোশান তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে জানান, তিনি বাবা হয়েছেন।

নবজাতকের চারটি ছবি শেয়ার করে রোশান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ আমাকে বেহেশত দান করেছেন।’

রোশান বলেন, বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দিয়েছেন। তবে মেয়ের নাম এখনও ঠিক করা হয়নি।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের। এ সিনেমায় পরীমণির বিপরীতে তাকে দেখা যায়।

এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার জোড়া সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’।

ইত্তেফাক/পিএস/এআই