দৃষ্টি যতদূর, জনস্রোত ততদূর। স্থানীয় সময় রোববার (২১ মে) নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের পথমেলায় এমন দৃশ্যের অবতারণা হয়েছিল। আর এটি ছিল এ বছরের সবচেয়ে বড় ও সুশৃঙ্খল একটি মেলা, যেখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি উপভোগ করলেন যুক্তরাষ্ট্রের মাটিতে নিজ দেশের সংস্কৃতির আবহমান ধারা।
ব্রুকলিনের চার্চ অ্যাভিনিউতে অনুষ্ঠিত পথমেলায় মানুষের ঢল নেমেছিল সেদিন। স্থানীয় পুলিশ প্রিসিঙ্কটের মতে, আনুমানিক ২৫ হাজার দর্শক মেলায় উপস্থিত হয়ে এটিকে একটি বৃহৎ প্রাণের মিলন মেলায় পরিণত করেছেন। বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি কাজী আজম, সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, কনভেনর শাহওেয়াজ, মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ ও সাংস্কৃতিক চেয়ারম্যান ছিলেন এস এম ফেরদৌস।
দুপুর ২টায় প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলা সিডি প্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। এসময় বেলুন উড়ান ৬৬ প্রিসিঙ্কট-এর কমান্ডিং অফিস ক্যাপ্টেন ডগলাস মুডি। উপস্থিত ছিলেন মাইমোনাইডিস হসপিটাল এর ভাইস প্রেসিডেন্ট ডগলাস, কমিউনিটি নেতাদের মধ্যে মোস্তফা কামাল পাশা বাবুল, লুৎফুল করিম, আলী ইমাম সিকদার, কাজী নয়ন, গোলাম মাহমুদ, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, নুরুল আনোয়ার বেঙ্গল, ইকবাল হায়দার, বখতিয়ার উদ্দিন, হেলাল উদ্দিন, সালেহ মানিক, প্রফেসর আজাদ, দুলাল মিয়া, বাদল মির্জা, আশরাফুল হাসান, গোলাম কিবরিয়া, সালেহ আহমেদ, সোহাগ।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ বলেছেন, বাংলাদেশিরা তাদের নিজস্ব শক্তি, চেতনা আর ভালোবাসা নিয়ে এই আমেরিকায় অসামান্য সাফল্যের দৃষ্টান্ত গড়ে তুলেছেন। মূলধারার রাজনীতি থেকে শুরু করে সবক্ষেত্রেই তারা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে।
অনুষ্ঠানে মূলধারার নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়াম, ডিস্ট্রিক্ট ৩৯-এর কাউন্সিল মেম্বার শাহানা হানিফ, কিংস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেজ, মেয়র এরিক এডামস এর প্রতিনিধি সুকরানি প্রমুখ।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হলে চারুকলার ছোট ছোট শিল্পীরা তাদের চমৎকার পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে উপস্থাপন করেন। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, রানো নেওয়াজ, ত্রিনিয়া হাসান, তাহমিনা মীম, চন্দ্রা রায়, আসমা জাহান, উম্মে জান্নাতুল ফেরদৌস বাঁধন, ত্রিনিয়া হাসান, অনিক রাজ, রিয়া রহমান, টিপু, আবুল বাসার প্রমুখ।
মেলায় ছিল বাহারি পণ্য দিয়ে সাজানো বিভিন্ন স্টল। এসব স্টলে ছিল পোশাক, রকমারি ফুড, গিফট আইটেম, বিভিন্ন হোম কেয়ার, মেডিকেল সার্ভিস। সন্দ্বীপ সোসাইটি আসন্ন নির্বাচন উপলক্ষে সদস্য সংগ্রহের জন্য সন্দ্বীপ সোসাইটি একটি স্টল খোলে, যা অনেকের নজরে আসে।
মেলায় শিশুদের জন্য ছিল এবার স্পেশাল বিভিন্ন রাইড। শিশুরা রাইড নিয়ে সারা দিন অনেক আনন্দে মেতে ওঠে।
মেলায় কমিউনিটি নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, ফাহাদ সোলায়মান, নুরুল আজিম, গোলাম জিলানী, আকাশ রহমান, মোহাম্মদ হানিফ, সৈয়দ এম রেজা, ইলিয়াস মিয়া, আলমগীর খান আলম, জাহাঙ্গীর জয়, আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ।
কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট রাজনীতিবিদ আবু তালেব চৌধুরী চান্দুসহ বেশ কয়েকজনকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের সার্বিক উপস্থানায় ছিলেন এস এম ফেরদৌস ও আশরাফুল হাসান বুলবুল।