শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৫০ বছরে প্রথমবার!

আপডেট : ২৫ মে ২০২৩, ১৪:৪২

পাঁচ দশক ধরে মঞ্চের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। সেই ধারাবাহিকতায় গত রবি ও সোমবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হয় তার অভিনীত নাটক ‘রিমান্ড’। নাটকটিতে একজন লেখকের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর।

এই নাটকটির মাধ্যমেই ক্যারিয়ারের প্রথমবার মঞ্চনাটকের জন্য সম্মানী পেলেন এই অভিনেতা। সোমবার পঞ্চম প্রদর্শনী শেষ হওয়ার পর নাটকটির নির্দেশক শুভাশিস সিনহা ও হূত্মঞ্চ নাট্যদলের প্রধান সমন্বয়ক পাভেল রহমান আসাদুজ্জামান নূরের হাতে সম্মানী তুলে দেন।

প্রথমবার মঞ্চনাটকের জন্য সম্মানী পেলেন এই অভিনেতা। ছবি: সংগৃহীত

এ সময় রিমান্ড নাটকের অভিনয়শিল্পী জ্যোতি সিনহা, কামালউদ্দিন কবির, সউদ চৌধুরী, আনিসুর রহমান রিমন, শাহনাজ জাহান, বর্ষা রহমান, সৌম্য সিংহ, সজিব হোসেন, শাহজাদা সম্রাট, মাহফুজ সুমন, রাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, নাটকের টিকেট বিক্রির টাকা থেকে নাটক মঞ্চায়নের বিভিন্ন কারিগরী খরচ মেটানোর পর বাকি টাকা থেকে নাটকে সংশ্লিষ্টদের এই আর্থিক সম্মানী দেওয়া হয়।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন