মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

'নজরুলের মর্মবাণী একটি অসাম্প্রদায়িক মানবসমাজ'

আপডেট : ২৫ মে ২০২৩, ১৫:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, কাজী নজরুলের মর্মবাণী একটি অসাম্প্রদায়িক মানবসমাজ। সেই মানবসমাজ গড়ার অবারিত প্রয়াস আমাদের রাখতে হবে। 

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৭ টায় কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। 

নজরুলের কবিতা তাকে সাম্যবাদী কবি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করে উপাচার্য আরও বলেন, নজরুলের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'র' শতবর্ষ উদযাপিত হচ্ছে। তার এই কাব্যগ্রন্থ তাকে সারা পৃথিবীতে মানবতা ও সাম্যের কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নজরুলের সাম্যবাদী কবিতা তাকে অমর করে রাখবে। 

তিনি আরও বলেন, নজরুল তার অগ্নিবীণা কাব্যগ্রন্থ বারেন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছেন। আমার ধারণা বঙ্গবন্ধু যদি সমসাময়িক হতেন ও তার বয়স যদি ওরকম হতো তাহলে কাব্যগ্রন্থটি তিনি বঙ্গবন্ধুকেই উৎসর্গ করতেন। কেননা, এই জাতি রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর যে অনবদ্য অবদান রেখেছেন সেই বিবেচনায় নজরুল বঙ্গবন্ধুর মধ্যেই উৎসর্গ করার গুণাবলি খুঁজে পেতেন। 

বাঙ্গালী জাতির বৈশিষ্ট্যে অসাম্প্রদায়িকতার বীজ আছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, বাঙ্গালী জাতি অসাম্প্রদায়িক সমাজ। বাঙ্গালী জাতির বৈশিষ্ট্যে অসাম্প্রদায়িকতার বীজ আছে। যদিও কখনো কখনো অপশক্তি সেগুলো নষ্ট করার অপপ্রয়াস নেয় কিন্তু বাঙ্গালী জাতির অসাম্প্রদায়িকতার বৈশিষ্ট্যের কারণে তা সফল হয়নি। 

এসময় উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদূর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, প্রতিটি হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ ও ইন্সটিটিউট এর শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মচারী। 

ইত্তেফাক/এআই