শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাসিক নির্বাচন: ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট : ২৫ মে ২০২৩, ১৫:৩৪

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চার মেয়র প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন এ ঘোষণা দেন।

সিটি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। এরপর ২১ জুন ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মঙ্গলবার (২৩ মে) ছিল মনোনয়ন দাখিলের শেষদিন। মেয়র পদে চার জন, সাধারণ কাউন্সিলর পদে ১২৪ জন ও সংরক্ষিত নারী আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ২০নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন। এ ওয়ার্ডে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য মনোনয়ন তুলেন ১৪২ জন, এর মধ্যে জমা দেন ১২৪ জন। আর সংরক্ষিত ১০টি নারী আসনের জন্য মনোনয়নপত্র তুলেছিলেন ৪৭ জন। তবে শেষদিন পর্যন্ত দাখিল করেছেন ৪৬ জন প্রার্থী।

ইত্তেফাক/আরএজে