কদিন আগে হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ আদিত্য সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। সেই শোক সামলে উঠতে না উঠতেই হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে ভোজপুরী পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারির মরদেহ।
পরিচালক সুভাষ মুম্বাইয়ের বাসিন্দা। একটি সিনেমার শুটিংয়ের জন্যই তিনি ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্রে গিয়েছিলেন।
পুলিশ সুপার যশবীর সিং ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘হোটেলের স্টাফরা রুমে সুভাষ চন্দ্র তিওয়ারির কোনও সাড়া না পাওয়ায় বারংবার ডাকতে থাকে। রিপোর্ট অনুযায়ী পরিচালক কারোর ডাকেই সাড়া দিচ্ছিলেন না তখনই পুলিশ ডাকা হয়। পুলিশ এসে রুমের লক ভেঙে তার দেহ উদ্ধার করে। কী কারণে তার মৃত্যু ঘটেছে তা জানতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই শুরু হবে তদন্ত’।
এর ৭ এপ্রিল উত্তরপ্রদেশের এক হোটেল রুম থেকেই উদ্ধার হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের দেহ। শুটিং করতে গিয়ে আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী। ইতোমধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে তার প্রাক্তন প্রেমিক সমর সিং। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।