শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাকিব না থাকলে একটা খেলোয়াড় কমে যায়: হাবিবুল বাশার

আপডেট : ২৫ মে ২০২৩, ২০:০২

জুনে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। ডান হাতের আঙ্গুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ। সাকিবের মতো অলরাউন্ডার দলে না থাকলে দল গড়া কিছুটা কঠিন হয়ে যায় বলে মন্তব্য করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বৃহস্পতিবার (২৫ মে) গণমাধ্যমকে হাবিবুল বাশার বলেন, ‘বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। আমার মনে হয় বাকি যারা দলে আছে তাদের দায়িত্ব সেই কাজটা করে দেওয়া।’

হাবিবুল বাশার সুমন।

তিনি আরও বলেন, ‘সাকিব না থাকলে আমাদের একটা খেলোয়াড় কমে যায়। সাকিব-মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক।’ 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন