আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থী বাছাই শেষ হয়েছে। আজ শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এরপর শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
এদিকে, কেসিসি এলাকায় এবার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন ও নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। এবারের নির্বাচনে ২৮৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
কেএমপি সূত্র জানায়, কেসিসির ২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৮টি কেন্দ্রকে সাধারণ ও ১৬১ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহ্নিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। সাধারণ কেন্দ্রের তুলনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে প্রায় সাড়ে ৮ হাজার পুলিশ ও আনসার সদস্য। এছাড়া নির্বাচনকে সামনে রেখে খুলনা মহানগরীতে বসানো হয়েছে ১৬টি চেকপোস্ট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ২৮৯টি কেন্দ্র ও ১ হাজার ৭৩২টি ভোটকক্ষের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। নির্বাচন কমিশন এগুলো সার্বক্ষণিক মনিটর করবে। কোথাও বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সিইসি
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষে আগামী ২৯ মে খুলনায় আসছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি আগামী ৩০ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।