পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইবেন। দেশটির দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী ফয়সাল করিম কুন্ডির বরাত দিয়ে এ তথ্য জানায় জিও টিভি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৫ মে) সাংবাদিকদের ফয়সাল এসব কথা বলেন। তিনি বলেন, 'আমি আপনাকে কিছু খবর বলতে চাই। আমি আমার সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, খুব শিগগিরই ইমরান খান আমেরিকায় রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করবেন।'
গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর পিটিআই কর্মীরা রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারসহ সামরিক স্থাপনায় হামলা চালায়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকেই রাজ্য থেকে তীব্র চাপের মুখে রয়েছে দলটি।
সেনাবাহিনী ওই দিনটিকে 'কালো দিন' হিসেবে আখ্যায়িত করে। পাকিস্তানের সরকারও তাতে সম্মত হয়েছে। অপরদিকে, ওই ঘটনায় জড়িত দলের বেশ কয়েকজন নেতা ও বিপুল সংখ্যক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তান আর্মি অ্যাক্ট ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে তাদের বিচার চলছে। বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বুধবার (২৪ মে) কেন্দ্রীয় কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মহাসচিব আসাদ উমর। তবে তিনি দলেই রয়ে গেছেন।