লিভারপুল যদি মৌসুমের শুরুটা আরেকটু ভালো করতে পারতো তাহলে হয়তো এমন পরিস্থিতির সামনে পড়তে হতো না। শুরুর দিকের যাচ্ছেতাই পারফরম্যান্সের পর নিজেদের অবশ্য গুছিয়ে নিয়েছিলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে আগেই। মৌসুমের মাঝমাঝি থেকে ঘুরে দাঁড়ালে এক সময় মনে হচ্ছিলো চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে লিভারপুল। তবে বৃহস্পতিবার (২৫ মে) চেলসিকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতেই শেষ হয়ে গেছে লিভারপুলের আশা। চ্যাম্পিয়নস লিগে জায়গা না পাওয়াও আশাহত হয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।
মৌসুমের শুরুতেই যে ছন্নছাড়া পারফর্ম উপহার দিয়েছিল তারই মাশুল দিতে হলো চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায়। আর সেই আক্ষেপি সালাহ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিজের টুইটার অ্যাকাউন্টে সালাহ লিখেছেন, 'আমি পুরোপুরি বিধ্বস্ত। এটার কোনো অজুহাত নেই একদমই। পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের ছিল, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা লিভারপুল এবং এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করা আমাদের জন্য ন্যূনতম ব্যাপার। আমি দুঃখিত, তবে মনোবল উঁচু রাখা বা আশাবাদী কিছু শোনানোর সময় এখনও হয়নি। আমরা আপনাদেরকে ও নিজেদেরকেও হতাশ করেছি।'
সালাহ কষ্ট পেলেও বাস্তবতা মেনে নিয়েছেন অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ। ছন্নছাড়া মৌসুম শুরুর পর মাঝে এসে ফর্ম ফিরে পেলেও ক্লপ শীর্ষ চারের আশা ছেড়ে দিয়েছিলেন। তিনি বরং জানিয়েছিলেন, লিগে খারাপ শুরুর পর চ্যাম্পিয়ন লিগে জায়গা করে নেওয়াটা অনেক কঠিন। বরং শেষ পর্যন্ত অন্তত ইউরোপা লিগে জায়গা ধরে রাখতে হবে। ক্লপের আশা অবশ্য পূরণ হয়েছে। আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে লিভারপুল।অবিশ্বাস্য ব্যাপার।’