শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ২৬ মে ২০২৩, ১৫:২৩
ইউক্রেনের পূর্বাঞ্চল দিনিপ্রোর এক হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, কতৃপক্ষ হাসপাতাল থেকে হতাহতদের উদ্ধার করছেন।
 
এছাড়া ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়েছেন। এর আগে আঞ্চলিক গভর্নর সেরহি লিসাক বলেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে শহরে হামলা চালানো হয়েছে।
 
 
 
 
ইত্তেফাক/এসআর/এফএস