শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শ্বশুরের কাছে ছক্কা হাঁকানো শিখছেন জামাই শাহিন 

আপডেট : ২৬ মে ২০২৩, ১৫:২৯

বড় বড় ছক্কা হাঁকানোর জন্য বেশ খ্যাতি ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির। এই জন্য ভক্তরা তাকে ডাকতো 'বুম বুম আফ্রিদি' নামে। আফ্রিদির কাছে এবার ছক্কা হাঁকানো শিখছেন তার মেয়ে জামাই পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি।

পাকিস্তানের হয়ে আফ্রিদি ৩৯৮টি ওয়ানডে খেলেছেন। এই ফরম্যাটে ৩৫১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ওয়ানডেতে কোনো আর কোন ব্যাটার এতো বেশি ছক্কা হাঁকাতে পারেননি। পাশাপাশি ২৭ টেস্টে ৫২টি ও ৯৯ টি-টোয়েন্টি ৭৩টি ছক্কা হাঁকিয়েছেন আফ্রিদি। 

শাহিন আফ্রিদি।

আফ্রিদির কাছে ছক্কা হাঁকানোর কৌশল শেখার ব্যাপারে শাহিন বলেন, 'আমি এবং লালা (শহিদ আফ্রিদি) শট অনুশীলন করেছিলাম। ফাইনাল ওভারে কীভাবে ছক্কা হাঁকাতে হয়, সেই অনুশীলন করেছিলাম। ব্যাটে কীভাবে সুইং করা যায় সেটাই দেখছিলাম। টি-টোয়েন্টিতে তার যে অভিজ্ঞতা সেটা আসলে কারো নেই। তার সঙ্গে কাজ করে আমার অনেক উপকার হয়েছে।'

পেসার হলেও দলের জয়ে ব্যাট হাতেও অবদান রাখতে চান শাহিন। তিনি আরও বলেন, 'অবশ্যই আমি চাইব বোলার হিসেবে খেলতে। তবে বল হাতে যদি দিন ভালো না যায়, আমি চাইব ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখতে। আর যদি সেটাও না পারি, তাহলে চেষ্টা করব ভালো ফিল্ডিং করতে।'

 

  

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন