শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেলো ম্যানইউ

আপডেট : ২৬ মে ২০২৩, ১৫:৫৮

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসিকে ৪-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পেলো এরিক টেন হাগের শীষ্যরা। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ লিভারপুলের।

বৃহস্পতিবার (২৫ মে) ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে চেলসিকে নিয়ে ছেলে খেলায় মাতে স্বাগতিক ইউনাইটেড। ম্যাচের ৬ মিনিটে রেড ডেভিলদের এগিয়ে দেন  কাসেমিরো। এরপর বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গোল করে লিড বাড়িয়ে দেন এন্থনি মার্টিয়াল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতিতে ফিরে ৭৩ ও ৭৮ মিনিটে গোল করে দলকে আরও এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস ও মার্কাস রাসফোর্ড। ম্যাচের ৮৯ মিনিটে চেলসির পক্ষে গোলে করে ব্যবধান কমান জোয়াও ফেলিক্স। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।  

৩৭ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ম্যানইউ। ৬৬ পয়েন্ট নিয়ে লিভারপুল নেমে গেছে পঞ্চম স্থানে। 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন