মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

আপডেট : ২৬ মে ২০২৩, ১৮:০৪

যশোরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) বিকালে সদর উপজেলার জগহাটি গ্রামের এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তাররা হলেন উপজেলার জগহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে ও কথিত প্রেমিক সাকিব (২৮), একই গ্রামের সাজুল ইসলামের ছেলে বাচ্চু (৩২) ও কমলাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মহাব্বত। 

জানা যায়, অভিযুক্ত সাকিবের সঙ্গে ভুক্তভোগী ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার বিকালে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় তাকে। কিছু জায়গায় ঘোরার পর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে পালাক্রমে ৪ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় রাতে ভুক্তভোগী তরুণী কথিত প্রেমিকসহ ৪ জনের নামে থানায় অভিযোগ দিলে শুক্রবার সকালে ৩ জনকে আটক করে পুলিশ। 

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী তরুণীর কথিত প্রেমিকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও