গত বছর নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন সিরাত জাহান স্বপ্না। টুর্নামেন্টে চার গোল করে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। সেই স্বপ্না হটাৎ করে বিদায় জানালেন ফুটবলকে।
শুক্রবার (২৬ মে) ফেসবুকে এক পোস্ট দিয়ে ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন স্বপ্না। ফেসবুক পোস্টে তিনি লিখেন, 'আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল–ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সবকিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তা'আলার প্রতি।'
তিনি আরও লিখেন, 'খেলার সুবাদে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।'
বৃহস্পতিবার (২৫ মে) বাফুফে ক্যাম্প ছেড়ে নিজ জেলা রংপুরে চলে যান স্বপ্না। এরপর ফেসবুকে পোস্ট দিয়ে ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন সাফজয়ী এই নারী ফুটবলার।