বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘মৃত্যুর আগে গাড়ির জানালা দিয়ে বের হতে চেয়েছিলেন বৈভবী’

আপডেট : ২৬ মে ২০২৩, ২১:২৭

গাড়ির জানালা দিয়ে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা করেছিলেন বৈভবী উপাধ্যায়। তবু শেষরক্ষা হয়নি। মাথার আঘাত এতই গুরুতর ছিল যে, মৃত্যুর কোলে ঢলে পড়েন ৩২ বছরের এই অভিনেত্রী।

দু’দিন আগের ঘটনা। হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তায় চণ্ডীগড়ের কাছে বাঁক নেওয়ার সময় খাদে পড়ে গিয়েছিল বৈভবীর গাড়িটি। সহযাত্রী ছিলেন বৈভবীর হবু স্বামীও। তার অবশ্য তেমন চোট লাগেনি। আঘাত লেগে মাথায় গভীর ক্ষত তৈরি হয় অভিনেত্রীর। সে দিনের ভয়াবহ দুর্ঘটনার বিবরণ দিলেন কুলুর পুলিশ কর্মকর্তা।

তিনি জানালেন, গাড়িটি খাদে পড়ে যাওয়ার মুহূর্তে জানলা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন বৈভবী। এতেই তার মাথায় চোট লাগে। কোনও কিছুর সঙ্গে মাথা ঠুকে যায়। বঞ্জার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বৈভবী উপাধ্যায়

হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন বৈভবী। তাকে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের সিজ়ন টু-তে দেখা গিয়েছিল। এছাড়া বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম।

২০২০ সালে ‘ছপক’ ছবিতেও দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মেসির সঙ্গে দেখা গিয়েছিল তাকে। তবে জ্যাসমিনের চরিত্রেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন বৈভবী।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন