শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ভর্তি পরীক্ষা শনিবার

আপডেট : ২৬ মে ২০২৩, ২৩:২৩

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের (ব্যবসা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল।

শনিবার (২৭ মে) দুপুর ১২ থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত  চলবে পরীক্ষা। ১০০ নম্বরের নৈবিত্তিক পরীক্ষায় পাস নম্বর ৩০।

এবার ‘সি’ ইউনিট তথা ব্যবসায় শিক্ষা অনুষদে মোট আবেদন পড়েছে ৩৯ হাজার ৮৬৪ টি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬ টি। আসন প্রতি লড়বে ১২ জন ভর্তিচ্ছু। মোট ১৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা। 

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবেন ১৫ হাজার ৯২১ জন শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র সহ একটি উপকেন্দ্র উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মোস্তফা বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসন সহ সকলের নজরদারিতে শিক্ষার্থীরা সুষ্ঠুভবে পরীক্ষা দিতে পারবে বলে আশা করছি। 

সার্বিক বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হক বলেন, ব্যবসা অনুষদের পরীক্ষার সকল কার্যক্রম শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় গুলোকে সকল নির্দেশনা দেয়া আছে।

ইত্তেফাক/এমএএম