সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘বিএনপি খুনি রাজনৈতিক দল’

আপডেট : ২৭ মে ২০২৩, ০০:০৮

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত জোট ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়। বিএনপি অতীতে খুন করে ক্ষমতায় এসেছে এবং খুন করেই ক্ষমতায় থেকেছে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর যুবলীগ উত্তর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, বাংলাদেশে নির্বাচন হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে। এখানে নির্বাচন কমিশন স্বাধীন। ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা অংশ না নেন তাহলে রাজনৈতিক দল হিসেবে আপনাদের মৃত্যু হবে। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেন।

তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি না নিয়ে যদি জনগণের জান-মালের নিরাপত্তার ব্যাঘাত ঘটান তার দাঁতভাঙ্গা জবাব আপনারা রাজপথেই পাবেন। যুবলীগের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র তারা প্রতিহত করতে সক্ষম। 

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, দেশে গণতন্ত্র না থাকলে কী করে বিএনপি জোটের অসত্য ও মিথ্যা কথা প্রচার হয়? বঙ্গবন্ধুর সময়ে পাট ও খাদ্য গুদামে আগুন দিয়ে খাদ্য সংকট তৈরি করেছিল। শেখ হাসিনার সময়েও একই কাজ করার চেষ্টা করছে। মনে রাখবেন মানুষের পাশে আছে শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন, উন্নত বাংলাদেশ গড়ছেন। কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেব।

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, কার ইঙ্গিতে, কার প্ররোচনায় চাঁদ একথা বলেছে তা আজ স্পষ্ট। খালেদা-তারেকের প্রত্যক্ষ মদদে আজ শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করছে বিএনপি নেতারা। ১৯ বার তারা শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ রহম করেছে এদেশের মানুষের জন্য। 

সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন প্রমুখ।

ইত্তেফাক/এমএএম