সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কুমিল্লায় মোহামেডানের কপাল খারাপ

আপডেট : ২৭ মে ২০২৩, ০৪:৩০

ঢাকায় যখন বসুন্ধরা কিংস চার বার লিগ চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মেতে ছিল, তখন কুমিল্লায় মোহামেডান-আবাহনীর লড়াই ১-১ গোলে শেষ হয়। কপাল খারাপ মোহামেডানের। খেলার ৪৫ মিনিটে গোল করেও সেটি ধরে রাখতে পারল না। মালির ফুটবলার মোহামেডান অধিনায়ক সোলায়মান দিয়াবাতে পেনাল্টি থেকে গোল করেন ১-০। ৮৩ মিনিটে কোস্টাারিকার কলিন্দ্রেসের গোলে (১-১) সমতা এনে বেঁচে যায় আবাহনী। দুর্ভাগ্য মেনে নিতে বাধ্য হয় মোহামেডান। শেষ সাত মিনিট খেলাটা রাখতে পারল না মোহামেডান। তারা বলছে কপাল খারাপ।

২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে মোহামেডান। ৩৪ পয়েন্ট নিয়ে আবাহনী দ্বিতীয় স্থানে রয়েছে। মোহামেডানের নিচেই পুলিশ। তাদেরও ২৩ পয়েন্ট।

লিগের এই ম্যাচটা কেটে গেলেও এই একই মাঠে মোহামেডান-আবাহনীর জম্পেশ লড়াই দেখা যাবে ৩০ মে। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল সেদিন। গতকাল যারা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান-আবাহনীর লিগের ম্যাচ দেখেননি তারা ফেডারেশন কাপের ফাইনাল মিস করবেন না, এমনটাই মনে করছেন কুমিল্লা জেলার স্থানীয় কর্মকর্তারা।  ম্যাচ ড্র করে গতকালই ঢাকায় ফিরেছে আবাহনী।    

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন