রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দাকোপে ভাঙন প্রতিরোধে অনিয়মের অভিযোগ

আপডেট : ২৭ মে ২০২৩, ১৩:৩০

খুলনার দাকোপে দুটি পোল্ডারে ১২ পয়েন্টে জিওব্যাগ ফেলে ভাঙনরোধে অনিয়মের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ওই কাজের স্থান পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এসময়ে কাজে অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়।

এলাকাবাসী জানায়, উপজেলার ৩২ ও ৩৩ নম্বর পোল্ডারে বিশ্বব্যাংকের অর্থায়নে ভাঙন প্রতিরোধসহ নতুন ওয়াপদা ভেড়িবাঁধ নির্মান কাজ গত এক বছর আগে শেষ হয়েছে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই দুটি পোল্ডারের ১৫টি পয়েন্ট নদী ভাঙনে আবার মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমতাবস্থায় ওই পয়েন্টগুলোতে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। কিন্তু ব্লক না ফেলে শুধু মাত্র জিওব্যাগে বালি ভরে ফেলে ভাঙন প্রতিরোধ করা কতটা কার্যকারী হবে এমন প্রশ্ন জনসাধারণের মাঝে ঘুর পাক খাচ্ছে।   

সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আমিও কাজ পরিদর্শনে যাই। কিন্তু সেখানে গিয়ে পরিমাপ করে দেখা যায় জিওব্যাগে ২৮০ কেজি বালির স্থলে ১৭০ থেকে ১৭৬ কেজি বালি দেওয়া হচ্ছে। তাতে আবার কাঁদামাটি মিশ্রিত। আবার বালির বস্তা গণনায়ও কম পাওয়া যায়। ফলে অনিয়মের কারণে বিপ্লব নামে এক সাব ঠিকাদারের কাজ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ৩২ নম্বর পোল্ডারে এখনো ওয়াপদা ভেড়িবাঁধের পাশে গাছ লাগানো বাকি আছে।

খুলনার দাকোপে দুটি পোল্ডারে ১২ পয়েন্টে জিওব্যাগ ফেলা হচ্ছে। ছবি: ইত্তেফাক

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, আমাদের চোখে অনিয়ম ধরা পড়ায় এক সাব ঠিকাদারের কাজ বাতিল করে সিডিউল মোতাবেক কাজ শুরু করা হয়েছে। 

এব্যাপারে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস বলেন, ওই কাজে আর অনিয়ম হবে না এবং নিয়মিত কাজ তদারকি করবেন বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন।

ইত্তেফাক/আরএজে