মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

খোলা পোশাক নিয়ে কথা বলে সমালোচনার মুখে কঙ্গনা

আপডেট : ২৭ মে ২০২৩, ১৬:৩৫

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিভিন্ন বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করে মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন। সেই নিয়ে তাকে আইনি ঝামেলাতেও কম পরতে হয় না। ঠোঁটকাটা কঙ্গনার তাতে তেমন কিছু আসে যায় না। সম্প্রতি মন্দিরে এক তরুণীর খোলামেলা পোশাক পড়া নিয়ে মন্তব্য করে আবারও সমালোচনার মুখে পরেছেন অভিনেত্রী।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হিমাচলের বৈজনাথ মন্দিরে খোলামেলা পোশাক পরে যাওয়া এক মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সেখানেই তুলোধুনা করেছেন কঙ্গনা রানাওয়াত। ছবিতে দেখা যায় ওই মেয়ের পরনে জিনস আর গায়ে শাল জড়ানো। সেই ছবি একজন টুইটারে শেয়ার করে লেখেছেন, ‘এটা হিমাচলের বিখ্যাত শিব মন্দির বৈজনাথের দৃশ্য। বৈজনাথ মন্দিরে পৌঁছেছেন নাকি কোনও পাব বা নাইটক্লাবে গিয়েছেন? তা বোঝা দায়। এই ধরনের লোকজনকে কোনোভাবেই মন্দিরের ভিতর প্রবেশ করতে দেওয়া উচিত নয়। আমি এর তীব্র বিরোধিতা জানাচ্ছি। এসব দেখে আমার ভাবনাকে যদি ছোট বা সেকেলে বলা হয়, তাও আমি মেনে নিতে রাজি’।

আর সেই টুইটের সঙ্গে সহমত পোষণ করে কঙ্গনা লিখেছেন, ‘এগুলি পশ্চিমের পোশাক, যা ব্রিটিশরা তৈরি করেছেন। একবার আমি ভ্যাটিকানে শর্টস, টি-শার্ট পরে গিয়েছিলাম। আমাকে পোশাক বদলাতে হোটেল ফিরতে হয়েছিল। রাতের পোশাক পরে এভাবে মন্দিরে এসেছে যে ভাঁড়গুলো তারা আদতে অসল আর খোঁড়া। আমি মনে করি এইসব বোকাদের জন্য কঠোর নিয়ম থাকা উচিত।’

এদিকে হিমাচলের মেয়ে কঙ্গনা। নিজের রাজ্যের মন্দিরের এমন ঘটনায় প্রতিবাদের সুর চড়ানোয় অনেকেই পাল্টা আক্রমণ করেছেন কঙ্গনাকে। নেটিজেনদের অনেকেই খোলামেলা পোশাকে কঙ্গনার ছবি শেয়ার করতে থাকেন পোস্টের কমেন্ট বক্সে।

সময় পেলেই মন্দির দর্শনে বেরিয়ে পড়েন কঙ্গনা। মানালির এই কন্যা মাঝেমধ্যেই নিজের পূজা-অর্চনার ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন। সম্প্রতি হরিদ্ধারে হাজির হয়েছিলেন কঙ্গনা। গঙ্গার তীরে বসে মিষ্টি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

আপতত ‘চন্দ্রমুখী ২’ নিয়ে ব্যস্ত কঙ্গনা। পি ভাসুর এই ছবি তামিল হরর কমেডি ‘চন্দ্রমুখী’র সিকুয়েল। যে ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত ও জ্যোতিকা। চন্দ্রমুখী-তে রাজসভার দক্ষ নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে কঙ্গনাকে। এছাড়াও তার হাতে রয়েছে ‘তেজাস’।

ইত্তেফাক/পিএস