সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দাবি নিয়ে ঢাকা মহানগরসহ দেশের ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি।
শনিবার (২৭ মে) আড়াইটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ শুরু হয়। পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে বৃষ্টি-বৈরি আবহাওয়া উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হয়েছেন দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
অপরদিকে, সমমনা গণফোরাম জোটের উদ্যোগে মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।