সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কীভাবে বদলে গেল জীবন, জানালেন অনুশকা

আপডেট : ২৭ মে ২০২৩, ১৬:২৯

ভক্তদের কাছে আদর্শ কাপলের অন্যতম উদাহরণ হলেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। নিয়ম মেনে জীবন যাপন, ভ্রমণ কিংবা ট্রেকিং সবটাতেই তারা আছেন। দুজনেই যে ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড! আর মাঝে মধ্যেই সেই কারণেই তাদের খবরের শিরোনামে দেখা যায়। এবার যদিও এই কদম অন্য একটা কারণে লাইমলাইটে উঠে এলেন বিরাট এবং আনুশকা।

সদ্যই পুমার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এই তারকা জুটি। পুমা ফ্যাম জ্যামে গিয়ে নানা অজানা কথা একে অন্যের ফাঁস করে দেন তারা। বাদ দেন না নিজেদের গোপন কথা বলতে। এত কিছুর মধ্যেও অভিনেত্রী তার ভক্তদের জন্য একটি বিশেষ টিপস দিলেন। তিনি তার জীবনের একটা শিক্ষা সবার সং ভাগ করে নেন এবং বলেন এই কাজ যেন কেউ কখনই না করেন।

বিরাট কোহলি ও অনুশকা শর্মা। ছবি: সংগৃহীত

এই ইভেন্টে সঞ্চালক অভিনেত্রীকে জিজ্ঞেস করেন তিনি এমন কোন জিনিসের কথা বলতে চান যা সবার ছেড়ে দেওয়া উচিত? উত্তরে আনুশকা বলেন, 'হঠকারিতা। আমি আগে ভীষণ দ্রুত প্রতিক্রিয়া জানাতাম সমস্ত ঘটনাতেই। এখন সময় নিয়ে উত্তর দিই।'

এরপর অভিনেত্রী আরও বলেন ' এটা করাতে এখন আমার জীবন অনেক ভালো হয়েছে। বিরাটেরও।' অভিনেত্রী কোন দিকে ইঙ্গিত করছিলেন তাতে কারও বুঝতে অসুবিধা হয় না। ফলে তাঁর কথা উপস্থিত সকল দর্শকই হেসে ওঠেন।’

বিরাট কোহলি ও অনুশকা শর্মা। ছবি: সংগৃহীত

আনুশকা বলেন, 'আমি এখন যেটা বলতে চলেছি সেটা কেউই তাঁদের জীবনে করবেন না। আর সেই জিনিসটা হল জলদি ঘুমানো। একান্ত না পারলে অন্তত যেন সকলে নৈশ ভোজ জলদি সেরে নেন। এতে আমার স্বাস্থ্য দারুণ ভালো আছে। এটার জন্য আমার ভালো ঘুম হয়, আমার ঘুম সংক্রান্ত যা যা সমস্যা ছিল সব দূর হয়ে গিয়েছে। আমি এখন অনেক ভালো করে ভাবতে পারি। সকাল ঘুম থেকে উঠে অনেক বেশি এনার্জেটিক ফিল করি।'

প্রসঙ্গত ২৬ মে শুক্রবার তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন। একটি ক্রিম রঙা অফ শোল্ডার গাউনে তাঁকে এদিন দেখা যায়।

ইত্তেফাক/বিএএফ