শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুই ছাত্রদল নেতার মৃত্যু

খায়রুল কবির খোকনসহ ৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩

আপডেট : ২৭ মে ২০২৩, ১৭:২১

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা মৃত্যুর ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নামে মামলা হয়েছে।  

শুক্রবার (২৬ মে) রাতে সদর থানায় নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে এই মামলা করেন। 

এ মামলায় শুক্রবার রাতেই পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, চিনিশপুরের ব্যবসায়ী কামাল হোসেন ও তার ভাতিজা রাসেল।

মামলায় বলা হয়, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে চিনিশপুরের জেলা বিএনপি কার্যালয় এলাকায় পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় সংঘবদ্ধ হামলা চালিয়ে সাদেকুর রহমান ও আশরাফুল ইসলামকে গুলি করে হত্যা করে।  

গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় জেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও  আশরাফুল ইসলাম ঢাকা মেডিকেলে মারা যান।

ইত্তেফাক/এবি/পিও