রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এশিয়া কাপে সবার অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব এসিসির: ইনজামাম

আপডেট : ২৮ মে ২০২৩, ১৮:৫৪

আসন্ন এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। এতেই হুমকির মুখে পড়েছে এশিয়া কাপের আয়োজন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক মনে করেন, এশিয়া কাপে সকল দেশের অংশগ্রহণ নিশ্চিত করা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দায়িত্ব। 

এক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের ইনজামাম বলেন, ‘যেখানেই খেলা হোক, সেখানেই দলগুলোর গিয়ে খেলা উচিত। এটি সকল দেশের টুর্নামেন্ট, শুধুমাত্র পাকিস্তানের জন্য নয়। এশিয়া কাপে সকল দেশের অংশগ্রহণ নিশ্চিত করা এসিসির দায়িত্ব। এটি আইসিসির জন্যও একই রকম, যেখানেই তাদের ইভেন্ট অনুষ্ঠিত হবে সেখানে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। আর তাই ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাবে না বলে হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এমন সিদ্ধান্তকে সমর্থন করেন ইনজামাম। তিনি বলেন, ‘ভারত যতটুকু উদ্বিগ্ন, তারা যদি পাকিস্তানে না আসে, তাহলে আমাদেরও ভারতে যাওয়া উচিত নয়। নিরপেক্ষ ভেন্যুতে খেলার ধারণাটি ভালো। সকল দেশের খেলা নিশ্চিত করা গভর্নিং বডির উপর নির্ভর করে।’

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন