শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই মানুষের জন্য রাজনীতি করেন। শেখ হাসিনা ক্ষমতার জন্য রাজনীতি করেন না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার জন্য লড়াই করেন নাই। সুতরাং, আপনি-আমি-আমাদের সবাইকেই তাদের পথ অনুসরণ করতে হবে। কোন ব্যক্তি বা ভাইয়ের জন্য নয় বরং জনগণ ও শেখ হাসিনার নৌকার জন্য একত্রিত হয়ে কাজ করুন।
রোববার (২৮ মে) জেলা শরীয়তপুর আওয়ামী লীগের কার্যালয়ে সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের কথা ভাবেন বলেই প্রধানমন্ত্রী সঠিক সময়ে সিদ্ধান্ত নেয়ার কারণে দেশ আজ এগিয়ে যাচ্ছে। মানুষের সংকটের কথা ভেবে টিসিবির মাধ্যমে খাদ্য সহায়তা দিচ্ছেন। তাই দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের পক্ষে রয়েছে।
ইকবাল হোসেন অপু বলেন, শেখ হাসিনা মানবিক প্রধানমন্ত্রী। বিশ্ব গণমাধ্যম তাকে মানবতার মা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি হচ্ছেন এ দেশের গরিব-দুঃখী মানুষের আস্থার প্রতীক।
এসময় শরীয়তপুর জেলা যুবলীগের সভাপতি এম.এম. জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সদর উপজেলা যুবলীগ বিল্লাল হোসেন দিপু মিয়া, সাধারণ সম্পাদক হোসেন সরদার, সহ-সভাপতি এ্যাডভোকেট সুমন আকন, সাংগঠনিক সম্পাদক আয়নাল ফকির, প্রচার সম্পাদক মো: লিটন বেপারিসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।