শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নোয়াখালীতে প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ২৮ মে ২০২৩, ২০:১০

নোয়াখালীর সেনবাগে প্রধানমন্ত্রীকে কটূক্তির অপরাধে আবদুর রহমান (৫৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ মে) সকালে রাজধানীর পল্টন এলাকার এক আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবদুর রহমান ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক।

জানা যায়, গত ২৫ মে সেনবাগের ছাতারপাইয়ায় এক সভায় বিএনপি নেতা আবদুর রহমান বলেন, ‘আপনারা দেখেছেন অন্যান্য দেশের প্রধানমন্ত্রী যদি কোথাও সফরে যায় ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আমেরিকায় যায় তখন জুতার মালা দিয়ে বরণ করা হয়। এক দফা এক দাবি শেখ হাসিনা কবরে যাবি।’

এ বক্তব্যের পর পরই উপজেলার বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব মামুন বাদী হয়ে সেনবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ ঘটনার পর থেকে আবদুর রহমান আত্মগোপন করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ রোববার ভোরে রাজধানীর পল্টনের ইম্পেরিয়াল আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে। 

সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতা আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা থেকে গ্রেপ্তারের পর রোববার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও