মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাড়তে পারে গরম, কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহের আভাস

আপডেট : ২৯ মে ২০২৩, ১৩:৪২

রাজধানী ঢাকাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু'এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সামান্য বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রাও।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ১১ মিনিটে।

ইত্তেফাক/এসকে

এ সম্পর্কিত আরও পড়ুন