মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন চায় ওআইসি

আপডেট : ২৯ মে ২০২৩, ১৭:২৪

অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মহাসচিব হোসেইন ইব্রাহিম ত্বাহা বলেছেন, ওআইসি সবসময় রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে এসেছে। আমরা রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চাই। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন চায়। 

সোমবার (২৯ মে) দুপুরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা ক্যাম্পে ওআইসির মহাসচিব। ছবি: ইত্তেফাক

ওআইসি মহাসচিব বলেন, গাম্বিয়া সরকার মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। ওই মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে ওআইসি কাজ করে যাচ্ছে।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসির মহাসচিব। ছবি: ইত্তেফাক

এ সময় রোহিঙ্গা প্রতিনিধি দলের সদস্যরা ওআইসি মহাসচিবকে মিয়ানমারে তাদের জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব, নিরাপত্তা এবং গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসির মহাসচিব। ছবি: ইত্তেফাক

এর আগে সকালে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেন ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বাহা। এ সময় তাদেরকে স্বাগত জানান জেলা প্রশাসনের কর্মকর্তা, ইউএনএইচসিআরের প্রতিনিধি ও শরণার্থী কমিশন কার্যালয়ের কর্মকর্তারা।

প্রতিনিধি দলটি দুপুরে ৫ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের একটি লার্নিং সেন্টার এবং তাদের তৈরি পাটজাত পণ্যের প্রদর্শনী সেন্টার পরিদর্শন করেন। 

ইত্তেফাক/এবি/পিও