নারী ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৯ মে) লতা মন্ডলকে অধিনায়ক ও সোবহানা মোস্তারিকে সহ অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়।
এবারের নারী ইমার্জিং এশিয়া কাপের আসর বসবে হংকংয়ে। ১০ থেকে ২২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ১০ জুন হংকং যাবে বাংলাদেশ।
৮ দলের এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।
বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ জুন মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ১৪ জুন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এরপর শেষ ম্যাচে ১৬ জুন আরব আমিরাতের মোকাবিল করবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: লতা মন্ডল (অধিনায়ক), সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার ও সাথী রাণী।