মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুদর্শনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গুজরাটের

আপডেট : ২৯ মে ২০২৩, ২২:০১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে সুদর্শনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে গুজরাট টাইটান্স। চেন্নাই সুপার কিংসকে ২১৫ রানের টার্গেট দিয়েছে গুজরাট। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রানের সংগ্রহ পায় গুজরাট। 

প্রথমে ব্যাট করতে নেমে গুজরাটকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার শিবমন গিল ও ঋদ্দিমান শাহ। তবে দলীয় ৬৭ রানে ২০ বলে ৩৯ রান করে আউট হন গিল। এরপর ক্রিজে আসেন সাই সুদর্শন।

সুদর্শনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ঋদ্দিমান শাহ। সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূরণ করেন ঋদ্দিমান। অন্যদিকে ঝড়ো ব্যাটিং করতে থাকেন সুদর্শন। মাত্র চার রানের জন্য শতক থেকে বঞ্চিত হন তিনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে গুজরাট। ঋদ্দিমান ৩৯ বলে ৫৪ ও সুদর্শন ৪৭ বলে ৯৬ রান করে আউট হন। চেন্নাইয়ের পক্ষে মাথিশা পাথিরানা নেন ২টি উইকেট। 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন