শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাবি ভর্তি পরীক্ষা: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি 

আপডেট : ৩০ মে ২০২৩, ১১:৫২

একটু পরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। তাই ভর্তি যুদ্ধে নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুতি নিচ্ছেন ভর্তি-ইচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মসজিদ-মন্দির জিমনেসিয়ামেসহ গাছের নিচে কিংবা দাঁড়িয়ে থেকেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মসজিদে অবস্থান করছেন হাজারো ভর্তি-ইচ্ছু শিক্ষার্থী। শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুত করার জন্য পড়ছেন তারা। একই চিত্র জিমনেসিয়ামসহ বাকি জায়গাগুলোতে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর এবং গাছের নিচে হেলান দিয়ে এমনকি একটু বসার জায়গা করতে পারলেই হাতের বইটা খোলে চোখ বুলিয়ে নিচ্ছেন শিক্ষার্থীরা। 

প্রচণ্ড গরমে বৃক্ষের ছায়ায় বসে শেষ মুহূর্তে নিজেকে প্রস্তুত করছিলেন আবু সাইদ রনি। পাশেই তার মা আয়েশা খাতুন হাত পাখা দিয়ে বাসাত করছিলেন একমাত্র সন্তানকে। জানতে চাইলে রনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছোটবেলা থেকেই। একটু পরেই আমার পরীক্ষা। আমার মায়েরও খুব ইচ্ছে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। তাই শেষ মুহূর্তে একটু চোখ বুলিয়ে নিচ্ছি। যেকোনো ভাবেই হোক আমাকে ভালো করতেই হবে।

রোদে বসেই বই পড়ছিলেন ছন্দা রায়। পাশেই বড় দীপাবলি রায় ছাতা ধরে বসে আছেন। ছোট বোনকে পরীক্ষার দিকনির্দেশনাও দিচ্ছিলেন। প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উর্বি বলেন, দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিয়েছি। আজ পরীক্ষা। প্রতিযোগী অনেক। নিজেকে এগিয়ে রাখতে হলে অনেক বেশি মার্ক পেতে হবে৷ পরীক্ষার সময় অনেক কমন প্রশ্নই মনে থাকে না তাই শেষ মুহূর্তে এসে সবকিছুই একটু ভালোভাবে দেখে নিচ্ছি। আশা করছি ভালো কিছুই হবে।

ছাত্রী জিমনেসিয়ামে অবস্থান করা স্বর্ণা জামান বলেন, আগে থেকেই প্রস্তুতি অনেক ভালো। এখন যেখানে যতটুকু সময় পাচ্ছি প্রস্তুতি সেড়ে নিচ্ছি। এখন পর্যন্ত সবকিছু ভালো আছে। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেক আগে থেকে। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।

প্রসঙ্গত, আজ (২৯মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ৭২ হাজার ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রতি আসনের জন্য লড়াই করবেন ৪৫ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

ইত্তেফাক/এআই