শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গানটা এতোটা জনপ্রিয়তা পাবে ভাবিনি: অধরা খান

আপডেট : ৩০ মে ২০২৩, ১৮:৫২

চিত্রনায়িকা অধরা খান। আগামী ২ জুন মুক্তি পাচ্ছে তার চলচ্চিত্র ‘সুলতানপুর’। এতে অধরার বিপরীতে অভিয়ন করেছেন সাঞ্জু জন ও ফারুক সুমন।  সৈকত নাসির পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে সীমান্ত এলাকার সংস্কৃতির ওপর। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার প্রথম গান ‘জান রে’ ।

হৃতিক রোশানের অ্যালকোহলিয়া গানটি গেয়ে ক্যারিয়ারে চমক লাগিয়ে দিয়েছিলেন স্নিগ্ধজিত। সেই স্নিগ্ধজিতের গাওয়া। দেশের দর্শক গানটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে মনে করেন অভিনেত্রী। গানে সাঞ্জু জনের সঙ্গে পারফর্ম করেছেন অধরা।

অধরা খান বলেন, ‘গানটি এতো জনপ্রিয়তা পাবে আমি কল্পনাতেও ভাবিনি। সাধারণ মানুষ গানটিকে নিজেদের করে নিয়েছে এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি অবাক হয়েছি।’

অধরা খান। ছবি: সংগৃহীত

গানে দুজনের চমৎকার শারীরিক ভাষা ভক্তদের মুগ্ধ করেছে বলে নেট মাধ্যমে জানা গেছে। অধরা বলেন, ‘এই গান মুক্তির পর থেকে আমি প্রচুর পরিমাণ মেসেজ পেয়েছি। সব ইতিবাচক কথাবার্তা। কারো গান ভালো লেগেছে, কারো জুটি পছন্দ হয়েছে, কারো মেকিং ভালো লেগেছে, কারো লুক ভালো লেগেছে। তবে গানটা মানুষজন শুনছে, শুধু এটা ভেবেই ভালো লাগছে আসলে।’

এই গান ইউটিউবের একাধিক চ্যানেলে প্রকাশ পায়। পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও কুশীলব ও সংশ্লিষ্টদের ফেসবুক ইনস্টাগ্রামেও প্রকাশ পায়। ফলে গানটি চারিদিকে সমানভাবে ছড়িয়ে যেতে সময় লাগেনি বলে মনে করেন অধরা।

অধরা খান। ছবি: সংগৃহীত

অধরা বলেন, ‘এই গানই আমাকে সিনেমা মুক্তির পূর্বে আলোচনায় নিয়ে এসেছে। আমি একটা সিনেমার শুটিং করতে এসেছি টেকনাফে। সাগরতীরে বসে দেখছি কিভাবে মানুষজন গানটা নিয়ে মেতে আছে, এটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন