বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্বামীকে পরকীয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ৩০ মে ২০২৩, ১৯:০৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় নাজমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার থেকে নিহতের স্বামী আমির হোসেন পলাতক রয়েছেন। সোমবার (২৯ মে) রাতে উপজেলার বাজবী এলাকায় এই ঘটনা ঘটে।  

নিহতের স্বজনদের দাবি, মালয়েশিয়া প্রবাসী আমির হোসেন কয়েক মাস আগে দেশে এসে অন্য নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে নাজমা স্বামীর পরকীয়ায় বাঁধা দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পরে দুই পরিবারের মধ্যে বিচার সালিশ হলেও এর কোনো সমাধান হয় নি। 

সোমবার রাতে দুইজনের মধ্যে আবার বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী আমির হোসেন  নাজমাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে ঘরের মেঝেতে নাজমার লাশ পড়ে থাকতে দেখে শ্বশুর বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সোহাগ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ইত্তেফাক/এবি/পিও