রাজশাহীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ ছোট মসজিদ এলাকার গোবিন্দর ছেলে অনন্ত (৬) ও একই এলাকার নীরেনের ছেলে নির্ঝর (৯)।
বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, হেতেমখাঁ কবরস্থান সংলগ্ন পুকুরে বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশুরা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা একজনকে মৃত ও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। আহত শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।