রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জয়পুরহাটে মাদক নিরাময় কেন্দ্রে কিশোর খুন

আপডেট : ৩০ মে ২০২৩, ২১:২৫

জয়পুরহাটে মাদক নিরাময় কেন্দ্রে আব্দুর রহমান নামে (১৫) না এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ মে) সকালে সদর উপজেলার গুলশান মোড়ে অবস্থিত এনএ মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের লদু মিয়ার ছেলে।

জানা যায়, ২ বছর আগে গুলশান মোড় এলাকার এন এ মাদক নিরাময় কেন্দ্রে আব্দুর রহমানকে তার পরিবারের সদস্যরা ভর্তি করে। মঙ্গলবার সকালে ওই কেন্দ্রের একজন আব্দুর রহমানকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠায়। 

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে কেন্দ্রের বাবুর্চি আবু জাফর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ দল কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও আবু জাফরকে আটকের পর খুনের প্রকৃত রহস্য জানা যাবে।

ইত্তেফাক/এবি/পিও